N.T.S. প্রশিক্ষকদের দ্বারা কর্মী নিয়োগ করা হয় তারা তাদের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত এবং অভিজ্ঞ। আমাদের ছাত্রদের মতো, আমাদের প্রশিক্ষকরা তাদের নৈপুণ্যে পুরো সময় কাজ করে। যখন সাফল্যের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু শেখান তখন আমাদের শিক্ষার্থীদের সাথে বাস্তব কর্মক্ষেত্রের সমস্যার সাথে সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ করতে সক্ষম করেন।

অটোমোবাইল বিভাগের প্রশিক্ষক
মারিও বাস্কে

এন.টি.এস এ ১৯৯৪ সালে মোটর-মেকানিক বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং তিনি ২০০৩ সালে ঢাকা MAWTS থেকেে প্রশিক্ষক হিসাবে এক বছর মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৩ সালে অটোমোবাইল বিভাগের প্রশিক্ষক হিসাবে নভারা টেকনিক্যাল স্কুলে যোগদান করেন।
Sidhu Tudu

ঢাকা MAWTS থেকে ২০২১ সালে LTMC কোর্স করেন। ২০২৩ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।
Ruptous Chandra Roy

N.T.S Automobile Section Certificate in 2023, instructor for NTS since 2024

কার্পেন্ট্রী বিভাগের প্রশিক্ষক
জাকারিয়া মুর্মু

১৯৯৬ সালে নভারা টেকনিক্যাল স্কুলের কার্পেন্ট্রী বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০০২ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।
পরিতোশ চন্দ্র রায়

২০১০ সালে নভারা টেকনিক্যাল স্কুলের কার্পেন্ট্রী বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০১২ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।

ইলেকট্রিক বিভাগের প্রশিক্ষক
পরিমল চন্দ্র রায়

১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৯৮ সালে নভারা টেকনিক্যাল স্কুলের ইলেকট্রিক বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০০২ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।
সুনিল মার্ডি

ঢাকা MAWTS থেকে ২০১৮ সালে ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেন, 2020 সালে নভারা টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষক হিসাবে যোগদান করেন।
Zoseph Odhikari

২০১৮ সালে বিবিএস পাস করেন। ২০২২ সালে নভারা টেকনিক্যাল স্কুলের ইলেকট্রিক্যাল বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০২৩ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।

মেকানিক বিভাগের প্রশিক্ষক
জুলিয়ান মুর্মু

১৯৯৭ সালে নভারা টেকনিক্যাল স্কুলের মেকানিক বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০২১ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।
রবিন চন্দ্র রায়

২০১৬ সালে এইচএসসি পাস করেন। ২০০২ সালে নভারা টেকনিক্যাল স্কুলের মোটর মেকানিক বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন এবং ২০১২ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।
উপানন্দ দেব শর্মা

২০০৫ সালে নভারা টেকনিক্যাল স্কুলের মেকানিক বিভাগ থেকে সার্টিফিকেট অর্জন করেন, ২০১৩ সালে এন.টি.এস এর প্রশিক্ষক হিসাবে যােগদান করেন।

সাধারণ বিষয় সমুহের প্রশিক্ষক
রবিলাল হাসদা - গণিত

২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) এর ব্যাচেলর অব সায়েন্স পাস করেন এবং ২০০৩ সালে এনটিএস এর প্রশিক্ষক হিসাবে যোগদান করেন।
রিপন রায় - কম্পিউটার

২০১৪ সালে বিটিইবি (ঢাকা) এর মেকানিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেন, ২০২১ সালে এনটিএস এর প্রশিক্ষক হিসাবে যোগদান করেন।
Atul Kha Kha- English

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর) এ ২০১৯ সালে ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাস করেন, ২০২১ সালে এনটিএস এর প্রশিক্ষক হিসাবে যোগদান করেন।