পাকা শক্ত কাঠ বা পাতলা পাতলা কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র, জানালা, দরজা ও অন্যান্য কাঠের বস্তু কীভাবে ডিজাইন এবং তৈরি করতে হয় তা শিখুন।
অটোমেশন, হাউজ ওয়্যারিং, বৈদ্যুতিক মোটর রিওয়্যান্ডিং এবং সকল প্রকার ফ্রিজ, ফ্যান, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর মেরামতের দক্ষতা অর্জন করুন।
সাধারনত বেঞ্চ, ঢালাই, লেদ মেশিন এবং মিলিং মেশিন এর উপর বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন। ইষ্টিলের দরজা, জানালা এবং বিভিন্ন ধাতব বস্তু কিভাবে ডিজাইন এবং তৈরি করতে হয় তা শিখুন।
১৯৬৫ সালে ইতালীয় ফাদার ফাউস্টিনো চেসকাতো (PIME)দ্বারা উত্তর বাংলাদেশের দিনাজপুরে নভারা টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এটি কার্পেন্ট্রী, ইলেকট্রিসিটি, মেকানিক্স এবং অটোমোবাইল এর মূল ক্ষেত্রগুলিতে দুই বছর মেয়াদী কোর্স প্রদান করে।
আমরা আমাদের তিন তলা প্রধান ভবনে প্রধানত সকালে তাত্ত্বিক ক্লাস নিয়ে থাকি। এখানে গণিত, বাংলা, ইংরেজির মতো সাধারণ বিষয় এবং বিভাগ-নির্দিষ্ট প্রযুক্তিগত বিষয় রয়েছে।
প্রধানত বিকেলের ক্লাসে আমাদের ৪টি ওয়ার্কসপে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সরবরাহ করা হয়।
Basic computer skills are essential in the modern world of work. We offer basic computer training for all our students, plus basic CAD course for carpentry, mechanic and automobile sections.
ইলেকট্রিক বিভাগের শিক্ষার্থীরা P.L.C (প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার) ল্যাবে অটোমেশন সরঞ্জামের সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে তাদের দক্ষতা উন্নত করতে পারে।
মাল্টিমিডিয়া রুমে মনোরম পরিবেশে ইংরেজি এবং অন্যান্য ক্লাস ভালোভাবে বোঝানো হয়।